ভিডিও ভাইরাল, ম্যানেজার ও ওয়েটার আটক
খিলগাঁও আপন কফি হাউসে তরুণীকে মারধর

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ম্যানেজার আল আমিন ও ওয়েটার শুভ সূত্রধরকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। জানা গেছে, মারধরের ঘটনাটি ঘটেছিলো গত ১১ এপ্রিল।
বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে রাতে দেয়া এক পোস্টে বলা হয়, ভিডিওতে দেখা গেছে, আপন কফি হাউসের সামনে এক নারীকে পিটিয়ে জখম করা হচ্ছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ শুভ সূত্রধরকে বিকেল ৪টায় আটক করে। পরে রামপুরা থানা পুলিশ আল আমিনকেও আটকের বিষয়টি নিশ্চিত করে।
আটক শুভ ও আল আমিন দাবি করেছেন, ওই তরুণী প্রায়ই কফি হাউসে এসে বিরক্ত করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন। তবে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, আমরা তাদের বক্তব্যের সত্যতা যাচাই করতে ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু তার মোবাইল নম্বর বা বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী তরুণীকে খুঁজে বের করা গেলে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানা সম্ভব হবে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি। ভিডিও ফুটেজে তরুণীর পোশাক ও আচরণে মানসিক ভারসাম্যহীনতার কোনো লক্ষণ দেখা যায়নি বলেও পুলিশ জানায়।
এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে এটিকে নারীর প্রতি সহিংসতার উদাহরণ হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
সবার দেশ/এমকেজে