তোফায়েল আহমেদ সুস্থ, মৃত্যুর খবর গুজব

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব বলে নিশ্চিত করা হয়েছে। তিনি সুস্থ রয়েছেন।
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, তোফায়েল আহমেদ সুস্থ আছেন। এছাড়া তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইন জানান, তিনি সুস্থ আছেন এবং বর্তমানে ঘুমাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজবের পর এ বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে এ ধরনের গুজব ছড়ানোর পেছনে কারণ বা উৎস সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সবার দেশ/এমকেজে