খেলা হবে না, শুধু এবাদত হবে!
শামীম ওসমান। ‘খেলা হবে ওসমান’ কিংবা ‘বোরকা ওসমান’ নামেই যিনি সমধিক পরিচিত। বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও তার ‘খেলা হবে’ শ্লোগান ভাইরাল হয়েছে। ‘খেলা হবে’ শ্লোগানটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত থেকে উঠে এসেছে। অনেকেই বলেন, ‘খেলা হবে’ তিনি মুখে বললেও কখনও তাকে খেলার মাঠে পাওয়া যায়নি। তিনি না-কি ফাঁকা মাঠেই সবসময় এমন হাঁক ছাড়েন।
শামীম ওসমান, যিনি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য, ২০১৮ সালের নির্বাচনের আগে এবং নির্বাচনী প্রচারণার সময় এ শ্লোগানটি ব্যবহার করেছিলেন। তিনি দলের রাজনৈতিক সভা এবং জনসভায় জনসমাবেশের মধ্যে এ শ্লোগানটি প্রদান করেন, যা পরবর্তীতে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে। যদিও সুস্থ রাজনীতির ধারক অনেকেই এটিকে রাজনীতির অশ্লীল শ্লোগান হিসেবেও দেখেন।
‘খেলা হবে’ শ্লোগানটির মাধ্যমে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বা বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ের একটি শক্তিশালী বার্তা প্রদান করতে চেয়েছিলেন। এটি একটি ধরনের রাজনৈতিক প্রতীক হয়ে ওঠে, যা নানা সময়ে ব্যবহার করেছে পতিত আওয়ামী লীগ।
এ শ্লোগানটি প্রথমত শামীম ওসমান থেকে উঠে আসলেও, পরবর্তীতে এটি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে ব্যবহৃত হয়েছে, বিশেষ করে বিভিন্ন নির্বাচন বা রাজনৈতিক আন্দোলনে। আ’লীগের ওবায়দুল কাদের, হাসান মাহমুদসহ আরও অনেকে উচ্চারণ করেছেন এ শ্লোগান। স্বদেশ পেড়িয়ে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী থেকে শুরু করে সায়ন্তী ঘোষের মুখেও বহুবার চর্চিত হয়েছে এ শ্লোগান।
এ শ্লোগানের পর থেকেই শামীম ওসমানকে অনেকেই ‘খেলা হবে’ ওসমান নামেও চিনেন।
বহুল আলোচিত শামীম ওসমানকে কেউ কেউ ‘বোরকা ওসমান’ নামেও চিনে। কথিত আছে ২০০১ সালে বিএনপি সরকারে আসলে বোরকা পড়ে রাতের অন্ধকারে চুপিসারে ভারতে পালিয়েছেন নারায়নগঞ্জের দোর্দন্ড প্রতাপশালী এ নেতা। বিগত ৫ বছরের স্বীয় কৃতকর্মের ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছেন এ দুষ্কৃতকারী।
শোনা যাচ্ছে ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা ভারতে পলায়নের পর ‘বোরকা ওসমান’ ওরফে ‘খেলা হবে ওসমান’ এবারও রাতের আঁধারে বোরকা পরেই পালিয়েছেন ভারতে। তিনি সেপ্টেম্বরে পালিয়েছেন বলে ধারণা করা যায়।
শোনা যাচ্ছে ভারতে আজমীর শরীফের দরগায় কিছুদিন গা ঢাকা দিয়ে দুবাই হয়ে এখন মদিনায় অবস্থান করছেন। তার এ ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নেটিজেনরা বলছেন ‘এখন আর খেলা হবে না, শুধু এবাদত হবে’।
সবার দেশ/কেএম