Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ১৯ এপ্রিল ২০২৫

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন আজ

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন আজ
ফাইল ছবি

নারী বিষয়ক সংস্কার কমিশন আজ (১৯ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। 

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি শুক্রবার (১৮ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিবেদন জমার পর বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কমিশনের প্রতিবেদন সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ১৮ নভেম্বর সরকার নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকারকর্মী শিরীন পারভিন হকের নেতৃত্বে ১০ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে। কমিশনটি নারী অধিকার ও সংস্কার সংক্রান্ত বিষয়ে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পালন করছে। সূত্র: বাসস

সবার দেশ/কেএম