Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ১৯ এপ্রিল ২০২৫

নারীদের জন্য সংরক্ষিত আসনে সরাসরি ভোট

জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ

জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
ছবি: সংগৃহীত

নারীবিষয়ক সংস্কার কমিশন জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে। এ প্রস্তাবে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে, যেখানে উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সুপারিশটি নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক। এর আগে, একই দিন বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। প্রতিবেদন জমা দেয়ার পর এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 

শিরীন পারভীন হক বলেন, জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে এবং লিঙ্গ সমতা নিশ্চিত করতে আমরা আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ করেছি। প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসনের পাশাপাশি নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে। এ দুটি আসনেই সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হবেন। তিনি আরও জানান, এ সুপারিশ বাস্তবায়ন হলে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ একটি নতুন মাইলফলক স্থাপন করবে। 

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ এবং বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার। এ সদস্যরা নারীদের অধিকার ও ক্ষমতায়নের বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। 

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর অন্তর্বর্তী সরকার নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য এবং মানবাধিকারকর্মী শিরীন পারভীন হকের নেতৃত্বে ১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে। কমিশনটি নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বিভিন্ন সুপারিশ তৈরির দায়িত্ব পায়। এ প্রতিবেদনটি কমিশনের তৈরি সুপারিশগুলোর মধ্যে অন্যতম। 

নারীবিষয়ক সংস্কার কমিশনের এ প্রস্তাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংরক্ষিত আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের প্রস্তাব নারীদের রাজনৈতিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে। তবে, এ সুপারিশ বাস্তবায়নের জন্য সাংবিধানিক সংশোধনী এবং বিস্তারিত পরিকল্পনার প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিবেদন গ্রহণের পর জানান, নারীদের ক্ষমতায়ন বাংলাদেশের উন্নয়নের জন্য অপরিহার্য। তিনি কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। 

এ সুপারিশ বাস্তবায়িত হলে বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের ভূমিকাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম