‘হট্টগোল শিশু উৎসব’ শুরু
রাজধানীতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘হট্টগোল শিশু উৎসব’। দুই দিনব্যাপী এ উৎসব ৩ জানুয়ারি শুরু হয়ে চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এটি আয়োজন করা হয়েছে ধানমন্ডি-২৭ এর মাইডাস সেন্টারের ১২ তলায়। প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবের আয়োজন করেছে দেশি খাবারের রেস্তোরাঁ এন’স কিচেন এবং ইভেন্ট হাউস বর্তুল।
উৎসবটির উদ্দেশ্য ছিল শিশুদের জন্য একটি মিলনমেলা তৈরি করা, যেখানে তারা আনন্দ এবং শিখনমূলক কার্যক্রমের মাধ্যমে সময় কাটাতে পারে। এটির পাশাপাশি অভিভাবকরাও উৎসবে অংশগ্রহণ করেছেন। প্রথম দিন থেকে শিশুদের জন্য রয়েছে বিশেষ কর্মশালা, যা পরিচালনা করছে ‘জলছবি ক্রিয়েটিভ স্কুল’। এছাড়া, পাপেট শো এবং পাপেট কর্মশালা, সংগীত অনুষ্ঠানসহ দেশীয় পণ্যের প্রদর্শনীও চলছে।
শিশু উৎসবের দ্বিতীয় দিনে ৪ জানুয়ারি, ‘গান আড্ডা’ এবং অভিনয় কর্মশালার আয়োজন করা হবে। বিশেষ নাটক ‘গুপীবাঘা’ বটতলা নাট্যদলের শিশু অভিনেতাদের দ্বারা প্রদর্শিত হবে, যার সঙ্গে থাকবে অভিনয় কর্মশালা। সন্ধ্যায় ‘জলের গান’ এবং শিশুদের জন্য শৈশবের মজার মজার অ্যাক্টিভিটি থাকবে।
এছাড়া, এ উৎসবে দেশীয় পণ্যের প্রদর্শনীতে অংশ নিচ্ছে নানা প্রতিষ্ঠান, যেমন মাদল, দীঘল, দয়ীতা, ফুলবিলাশ, সখের ডিব্বা, সিল্ক অ্যান্ডি বাই মিতু, ব্রিয়োনা, বেবি গুডস, লাভিং কিড, একেএনএল ইত্যাদি।
সবার দেশ/এওয়াই