‘ধানচোর নাটক’ই হাসিনার জঙ্গীনাটক
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত আওয়ামী-দুঃশাসন আমলে ফ্লাইওভার, মেট্রোরেইল, পদ্মাসেতু, কর্ণফুলি টানেলের মত মেগা-প্রকল্প যেমন বাস্তবায়িত হয়েছে, তেমনি অপহরণ, গুম, ক্রসফায়ার, ৫ মের গণহত্যার মত জঘন্য ঘটনার সাথে সাথে অসংখ্য জঙ্গীনাটক মঞ্চস্থ হয়েছে।