ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) রাতে ইসি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনার আলোকে এ গেজেট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এর আগে গত ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়ে জানতে চায়— আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করতে কোনো আইনগত বাধা আছে কিনা। আইন মন্ত্রণালয় থেকে ইতিবাচক মতামত পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কমিশনের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন। বৈঠকে আলোচনা শেষে রাতেই গেজেট প্রকাশের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মেয়রপ্রার্থী হিসেবে অংশ নেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচনের পর নানা জটিলতার কারণে তার জয় বা পরাজয় সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা বিলম্বিত হয়। সর্বশেষ আদালতের রায়ে তার পক্ষে রায় এলে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের উদ্যোগ নেয়।
সবার দেশ/কেএম