চার ম্যাচ নিষিদ্ধ তৌহিদ হৃদয়!

আউট হওয়ার পর অহেতুক আচরণের কারণে এবার চার ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ডিপিএলে মোহামেডান দলের অধিনায়ক তৌহিদ হৃদয়। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব মেট্টোপলিস (সিসিডিএম) এ সংক্রান্ত একটি চিঠি মোহামেডানের কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দল যখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তখন ঘরোয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) চলছে একের পর এক রং বদল। বিশেষ করে গত কয়েকদিন ধরে চলমান তৌহিদ হৃদয়ের ইস্যুর এখনো হয়নি কোন সমাধান। প্রথমে নিষেধাজ্ঞা এরপর আবার মাঠে ফেরা তবে ফিরে একই ভুল হৃদয়ের । তাইতো এবার সিসিডিমের বড় শাস্তির মুখে এ তরুণ ক্রিকেটার।
সর্বশেষ গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখান মোহামেডান অধিনায়ক। এরপর তাকে শুনানিতে ডাকা হলেও আসেননি। পরে ম্যাচ রেফারি আখতার আহমেদ লেভেল-১ অপরাধের জন্য হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করেন, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার।
লতি ডিপিএলে নানা কর্মকান্ডের জন্য আগে থেকেই ৭ ডিমেরিট পয়েন্ট ছিল হৃদয়ের। এবার ১ যোগ হওয়ায় সেটি হয়েছে ৮। খেলোয়াড়দের জন্য প্রণীত বিসিবি আচরণবিধির ৭.৫ ধারা অনুসারে ৮ ডিমেরিট পয়েন্ট মানে চার ম্যাচের নিষেধাজ্ঞা। সে শাস্তিই পাচ্ছেন হৃদয়। যা এখন থেকেই কার্যকর হবে বলে চিঠিতে জানিয়েছে ক্রিকেট কমিটি অব মেট্টোপলিস (সিসিডিএম)।
সবার দেশ/কেএম