Advertisement

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১২, ২৯ ডিসেম্বর ২০২৪

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
ছবি: সংগৃহীত

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে যখন শেরপুরগামী একটি সিএনজি এবং ঢাকাগামী একটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এ দুর্ঘটনায় সিএনজি দুমড়ে-মুচড়ে যায়, ফলে সিএনজি চালকসহ ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত এক যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

শেরপুর ফায়ার সার্ভিস এবং শেরপুর সদর থানার পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে। বাসটি থানায় হেফাজতে রয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: