Header Advertisement

Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সবার দেশ

ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ‘গ্লোবাল স্ট্রাইক’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাশের শেখপাড়া বাজার ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’— ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, বাংলাদেশ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী যে নৃশংস ও বর্বরোচিত হামলা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে।

তারা আরও বলেন, শুধু গাজাবাসী নয় —আজ পুরো বিশ্বমানবতাই ইসরায়েলি আগ্রাসনের শিকার। যেসব বিশ্বনেতা সব জায়গায় মানবতার বাণী ছড়ান, ফিলিস্তিনের বেলায় তারা চুপ হয়ে যান। আমরা এ নীরবতা ভাঙতে চাই। বিশ্ব মানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে ফিলিস্তিনকে দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে।

সবার দেশ/কেএম