দাঁড়াতে হবে না দূতাবাসে লাইনে, ফোনেই মিলবে পাসপোর্টের তথ্য
প্রবাসীদের জন্য সুখবর
প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত দীর্ঘদিনের হয়রানির অবসান করতে সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে। এখন থেকে প্রবাসীদের পাসপোর্টের তথ্য পেতে দূতাবাসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি মোবাইলে এসএমএসের মাধ্যমে তারা তাদের পাসপোর্ট সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। এতে করে প্রবাসীদের হয়রানি কমে যাবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার কর্মকর্তা আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই প্রবাসীদের সমস্যার সমাধানে কাজ করছে। এ নতুন উদ্যোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি জানান, গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং দ্রুত সময়ে এগুলো সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যে প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পাবেন। সরকারের উদ্যোগে ই-পাসপোর্ট প্রদানের কাজও দ্রুত এগিয়ে চলছে, যা প্রবাসীদের ভবিষ্যতে পাসপোর্টসংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান করবে।
অবশেষে, বর্তমানে ১ লাখ ৯৭ হাজার এমআরপি পাসপোর্ট আবেদন পেন্ডিং রয়েছে, তবে এগুলো দ্রুত প্রক্রিয়া শেষে আগামী দুই-তিন বছরের মধ্যে আর এমন সমস্যা থাকবে না। আবেদনকারীরা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই তাদের পাসপোর্ট পেয়ে যাবেন।
সবার দেশ/কেএম