Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই গণহত্যাকারীদের আদালতে তোলা হয়েছে আজ

জুলাই গণহত্যাকারীদের আদালতে তোলা হয়েছে আজ
ফাইল ছবি

জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ১১ মন্ত্রীসহ ১৬ জনকে আজ ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

তারা হলেন:
সাবেক ১১ জন মন্ত্রী, আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডা. দীপু মনি।

অরও আছেন সাবেক ১ জন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর ২ জন উপদেষ্টা 
সালমান এফ রহমান এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

তাছাড়া রয়েছেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

সবার দেশ/এমকেজে