Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৯, ৫ এপ্রিল ২০২৫

চার মোবাইল অপারেটরের তথ্য থেকে নেয়া

ঈদযাত্রায় ঢাকা ছেড়েছে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী

এ সংখ্যা মোবাইল ফোনে সক্রিয় ইউনিক সিম ব্যবহারকারীর। প্রকৃত জনসংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক শিশু, প্রবীণ ও মোবাইলবিহীন ব্যক্তিও ভ্রমণ করেছেন, যাদের তথ্য এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি।

ঈদযাত্রায় ঢাকা ছেড়েছে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন এক কোটিরও বেশি মোবাইল ফোন সিম ব্যবহারকারী। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যের ভিত্তিতে জানা যায়, ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫টি মোবাইল সিম ঢাকা থেকে অন্যত্র সরে গেছে।

এ সংখ্যা মোবাইল ফোনে সক্রিয় ইউনিক সিম ব্যবহারকারীর। প্রকৃত জনসংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক শিশু, প্রবীণ ও মোবাইলবিহীন ব্যক্তিও ভ্রমণ করেছেন, যাদের তথ্য এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি।

বিটিআরসির তথ্যমতে, একই সময়ের মধ্যে ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯টি সিম ঢাকা শহরে প্রবেশ করেছে। সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন ৩০ মার্চ—সেদিন মোট ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১টি সিম রাজধানী ত্যাগ করে।

তথ্য অনুযায়ী, ২৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চার দিনে ঢাকা ছেড়েছেন ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিম ব্যবহারকারী। পরবর্তী তিন দিন, ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত শহর ছাড়েন আরও ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ জন।

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। ৪ এপ্রিল (শুক্রবার) দিনে সর্বাধিক ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯টি সিম রাজধানীতে প্রবেশ করেছে।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়, যার মধ্যে ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রাজধানী ছাড়ার এ বিশাল স্রোত দেশের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার ওপর বিরাট চাপ তৈরি করে।

ফয়েজ আহমদ তৈয়্যবের ভাষ্য অনুযায়ী, মোবাইল অপারেটরদের অবস্থানগত তথ্য (লোকেশন ডেটা) বিশ্লেষণ করে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এতে অংশ নিয়েছে চারটি মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক।

সবার দেশ/কেএম