Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৫, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ০১:৫৫, ১৬ মার্চ ২০২৫

গোলটেবিল আলোচনায় এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

‘বিএনপি সরকারে, বিরোধী দল এনসিপি’

আওয়ামী লীগের অনেক ভোট এবার তিন ভাগে ভাগ হবে—জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামায়াতের মধ্যে। বিশেষ করে, তরুণ আওয়ামী লীগার, ছাত্রলীগের সাবেক কর্মী এবং রাজনৈতিকভাবে নিরুপায় হয়ে আওয়ামী লীগ করেছিলো- এমন একটি বড় অংশ জাতীয় নাগরিক পার্টির দিকে আসতে পারে।

‘বিএনপি সরকারে, বিরোধী দল এনসিপি’
ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরোধী দল হিসেবে থাকবে—এমনটাই মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে ‘পিপলস ইলেকশন পালস’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

এ আলোচনা সভায় ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান পরিচালিত একটি জরিপের ফলাফলও উপস্থাপন করা হয়। জরিপের সহায়তায় ছিল ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।

‘বিএনপি সরকারে যাবে, এনসিপি বিরোধী দলে’

আলোচনায় সারোয়ার তুষার বলেন, এ নির্বাচনে পরিস্থিতি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখনও যা পরিস্থিতি, তাতে এক বছরের মধ্যে আমি মনে করি বিএনপি সরকার গঠন করবে, আর আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো। বিরোধী দল আসলে দলের ক্যারেক্টার গঠন করে। আমি দেখতে চাই, দলটা বিরোধী দলে যাক। বিএনপি সরকারে যাক, আমরা বিরোধী দলে থাকি।

তিনি আরও বলেন, এনসিপির কিছু সদস্য সংসদে থাকলেও দলটি বাইরে থেকে শক্তিশালী বিরোধী দল হিসেবেও কাজ করবে। তবে তিনি রাজনৈতিক প্রতিযোগিতাকে শৃঙ্খলাবদ্ধ ও ভদ্রোচিত রাখার আহ্বান জানান।

৩০-৩৫% ভোট পাওয়ার প্রত্যাশা

সারোয়ার তুষার দাবি করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে ৩০-৩৫% ভোট পেতে পারে। তার মতে, জামায়াতে ইসলামীর চেয়ে এনসিপির ভোট বেশি হবে।

জামায়াতের জনপ্রিয়তা ও আওয়ামী লীগের ভোটের ভাগাভাগি

সারোয়ার তুষার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বাড়ছে। তবে ভোটের সময় জামায়াত কিছুটা বাড়তি ভোট পেলেও, বিএনপি ও জামায়াতের সমর্থন এনসিপির দিকে আসবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অনেক ভোট এবার তিন ভাগে ভাগ হবে—জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামায়াতের মধ্যে। বিশেষ করে, তরুণ আওয়ামী লীগার, ছাত্রলীগের সাবেক কর্মী এবং রাজনৈতিকভাবে নিরুপায় হয়ে আওয়ামী লীগ করেছিলো- এমন একটি বড় অংশ জাতীয় নাগরিক পার্টির দিকে আসতে পারে।

রাজনৈতিক সমীকরণে নতুন উত্তেজনা

সারোয়ার তুষারের এ বক্তব্য আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিএনপি ও এনসিপি কি সত্যিই সরকার ও বিরোধী দলের ভূমিকায় যেতে পারবে, নাকি পরিস্থিতি ভিন্নদিকে মোড় নেবে- তা এখন সময়ই বলে দেবে।

সবার দেশ/কেএম