ঢাবি ছাত্রদল সভাপতির মানসিকতাকে শ্রদ্ধা করি: হাসনাত আব্দুল্লাহ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে ‘তথাকথিত’ বলে উল্লেখ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের দুঃখপ্রকাশকে স্বাগত জানিয়েছেন নাগরিক কমিটি ফর পিপলস রাইটস (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি এ ঘটনাকে রাজনৈতিক পরিসরে নীতি-নৈতিকতার চর্চার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত লিখেছেন।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, জুলাই বিপ্লবকে ‘তথাকথিত’ বলার পর ঢাবি ছাত্রদল সভাপতি দুঃখ প্রকাশ করেছেন, কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ দিয়ে ভুলকে জায়েজ করার চেষ্টা না করে তা স্বীকার করে নিয়েছেন। এ মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের রাজনীতিতে এমন সততা ও স্বচ্ছতার চর্চা অব্যাহত থাকবে।
তবে, তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের এতো মাস পরও এটি নিয়ে কোনও সাংবিধানিক স্বীকৃতি বা ঘোষণা না থাকায় জনগণের সংগ্রামকে অপমান ও তাচ্ছিল্য করার ঘটনা ঘটছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে বলেন, তিউনিসিয়ার জেসমিন বিপ্লব (২০১০-১১), বলিভিয়ার ডেমোক্রেটিক এন্ড কালচারাল বিপ্লব (২০০৬), এবং নেপালের পিপলস মুভমেন্ট (১৯৯০) এর পর সেসব দেশের সংবিধানে বিপ্লবের স্বীকৃতি ও জনগণের সংগ্রামের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তিউনিসিয়ার ২০১৪ সালের সংবিধানে বলা হয়, ‘In memory of our people’s martyrs, of the men and women who gave their lives to ensure the success of the revolution.’ একইভাবে, বলিভিয়া ও নেপালের সংবিধানেও বিপ্লবের অবদান স্বীকৃত হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ জোর দিয়ে বলেন, এটাই নিয়ম, এটাই স্বাভাবিকতা। জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে স্বীকৃত না করলে এমন হৃদয়ে রক্তক্ষরণের মতো বক্তব্য আরও শুনতে হবে। তিনি অতিসত্বর জুলাই বিপ্লবের ঘোষণা এবং সাংবিধানিক সংযুক্তির দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া। জীবন দিয়ে সে মূল্য বাংলাদেশকে যেন না দিতে হয়, সে ব্যবস্থা জরুরি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি বারবার দাবি জানানো হয়েছে। গত ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে বলা হয়, আজ ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় শহীদ মিনারে দেখা হচ্ছে। ঢাকায় আসুন ছাত্র-জনতা।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এর সাংবিধানিক স্বীকৃতি না হলে জনগণের ত্যাগ অসম্মানিত হওয়ার ঝুঁকি রয়েছে।
সবার দেশ/কেএম