Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৫, ২৫ এপ্রিল ২০২৫

ভিডিওটি টিকটকার যুথীর, রুবাইয়া ইয়াসমিন নামে কোন সমন্বয়ক নেই

‘সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন’ দাবিতে ভাইরাল ভিডিও নির্লজ্জ মিথ্যাচার 

‘সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন’ দাবিতে ভাইরাল ভিডিও নির্লজ্জ মিথ্যাচার 
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও নিয়ে ব্যাপক বিতর্ক ও গুজব ছড়িয়েছে, যেখানে এক নারীকে ধূমপান ও মদ্যপান করতে দেখা গেছে। এ ভিডিওগুলোর ক্যাপশনে দাবি করা হয়েছিলো যে, এগুলো ‘সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন’ নামে কারও। তবে, ফ্যাক্ট-চেকিং এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের মাধ্যমে এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

ভাইরাল ভিডিওগুলোতে যে নারীকে দেখা গেছে, তিনি ‘এমএক্স যুথী’ নামে পরিচিত একজন টিকটকার। তিনি নিজের একটি ভিডিও বার্তায় স্পষ্ট করেছেন যে, তিনি কোনো সমন্বয়ক নন, এমনকি শিক্ষার্থী হিসেবেও নিজেকে দাবি করেন না। 

যুথী জানান, পাঁচ-ছয় বছর আগে তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তিনি আরও বলেন, তার বান্ধবী মাহি মজার ছলে এ ভিডিওগুলো ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। পরে ভিডিওগুলো মুছে ফেলা হলেও, ততক্ষণে তা ডাউনলোড করে বিভিন্নভাবে ছড়িয়ে দেয়া হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানও এ গুজবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, সারাদিন ‘সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন’ নামে যে গুজব ছড়ানো হয়েছে, না জেনে না বুঝে অনেকেই তাতে শামিল হয়েছেন। কিন্তু ভাইরাল ভিডিওর নারী রুবাইয়া ইয়াসমিন নন, তিনি এমএক্স যুথী নামে পরিচিত এক তরুণী, যার কোনো রাজনৈতিক পরিচয় নেই।

আরও পড়ুন <<>> গর্ভবতী নারী পুলিশের মৃত্যু নিয়ে ফেসবুকে মিথ্যা প্রচারণা

রিউমর স্ক্যানারের অনুসন্ধানেও নিশ্চিত হয়েছে যে, ‘রুবাইয়া ইয়াসমিন’ নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির কোনো সমন্বয়কের অস্তিত্ব নেই। ভাইরাল ছবিতে নাহিদ ইসলামের সঙ্গে দেখা নারী বাংলাদেশ ছাত্রপক্ষের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইসরাত জাহান ইশা, এবং গণমাধ্যমে বক্তব্য দেয়া নারী এনসিপি নেত্রী তাসনূভা জাবীন।

এ ঘটনা থেকে স্পষ্ট যে, যুথী নামের এক সাধারণ তরুণীর ব্যক্তিগত ভিডিওকে মিথ্যা পরিচয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। নেটিজেনরা মনে করছেন, এটি একটি পরিকল্পিত প্রচারণা, যা বিভ্রান্তি ও ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে করা হয়েছে

সবার দেশ/কেএম