Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

‘পাকিস্তান’ লেখা জার্সি পরে খেলবে ভারত

‘পাকিস্তান’ লেখা জার্সি পরে খেলবে ভারত
ফাইল ছবি

গুঞ্জন ছিলো চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে ভারতের জার্সিতে দেখা গেছে আয়োজক পাকিস্তানের নাম। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের নামসংবলিত জার্সি পরেই খেলবেন রোহিত-কোহলিরা।

এবারের চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে ‘হাইব্রিড মডেল’। আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। তবে নিয়ম অনুসারে জার্সিতে মূল আয়োজক পাকিস্তানের নাম রাখার কথা ভারতের।

বৈশ্বিক টুর্নামেন্টগুলোয় সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। কোনও কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নামটাই লেখা থাকে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে। এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক তো পাকিস্তানই। তাই ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকা না–থাকা নিয়ে আলোচনায় ক্ষুব্ধ হয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শেষ পর্যন্ত ভারতের জার্সিতে পাকিস্তান নাম থাকছে।

সবার দেশে/এমকেজে