Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮, ৩১ মার্চ ২০২৫

লেভান্দোভস্কির জোড়া গোলে জিরোনাকে উড়িয়ে দিলো ৪-১ গোলে

রিয়ালকে ছাড়িয়ে গেলো বার্সা

রিয়ালকে ছাড়িয়ে গেলো বার্সা
ছবি: সংগৃহীত

একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। ভাগ্যের সহায়তায় প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে রবার্ট লেভান্দোভস্কির জোড়া গোলে বড় জয় নিশ্চিত করলো কাতালান ক্লাবটি। 

স্কোরশিটে নাম লেখালেন ফেররান তরেসও। ৪-১ গোলের জয় নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা।

এ ম্যাচ জয়ের ফলে ২৯ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৬৬ পয়েন্ট। তাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। আর ৫৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।

রোববার (৩০ মার্চ) ঘরের মাঠে জিরোনাকে উড়িয়ে দেয় জাভির শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বার্সা। প্রথমার্ধের ৪৩তম মিনিটে লেডিস্লভ ক্রেসির আত্মঘাতী গোলে লিড নেয় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে আরনট ড্যানজুমা গোল করে জিরোনাকে সমতায় ফেরান। তবে ৬১তম মিনিটে লেভান্দোভস্কির গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৭৭তম মিনিটে মৌসুমের ২৫তম গোল করে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার।

৮৬তম মিনিটে ফেররান তরেসের গোলে বড় জয় নিশ্চিত হয়। পুরো ম্যাচে ৭০ শতাংশ বলের দখল রেখেছে বার্সেলোনা, ২১টি শটের ৯টি ছিলো লক্ষ্যে। বিপরীতে জিরোনা মাত্র ৪টি শট নেয়, যার মধ্যে ২টি ছিলো লক্ষ্যে।

সবার দেশ/কেএম