Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ২১ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:১৪, ২১ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি

পাকিস্তানের নাম জার্সিতে রাখতে চায় না ভারত

পাকিস্তানের নাম জার্সিতে রাখতে চায় না ভারত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৯ বছর পর দেশের মাঠে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন স্বস্তিতে করতে পারছে না। একের পর এক ঝামেলা লেগেই আছে। আর এ ঝামেলা তৈরি করছে ভারত।

পাকিস্তানে খেলতে যাবে বলে ভারতের চাওয়া অনুযায়ী ‘হাইব্রিড মডেলে’ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পাকিস্তান যৌথভাবে আয়োজন করতে রাজি হওয়ায় পরে সে জলঘোলার শেষ হয়। পরে পাকিস্তানে হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মাকে পাঠাতেও রাজি হয়নি তারা। এবার আরেক নতুন ঝামেলা পাকিয়েছে ভারত।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি বিসিসিআই। তবে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিজেদের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত।

সবার দেশ/কেএম