আল-আকসায় ১ লাখ ৮০ হাজার মুসল্লির লাইলাতুল কদরের নামাজ আদায়

পবিত্র রমজানের শেষ দশকে, বিশেষ এ বিজোড় রাতে, লাইলাতুল কদরের মহিমার সন্ধানে লাখো মুসল্লি উপস্থিত হন আল-আকসা মসজিদে। ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন তারা।
বুধবার রাতে, এ পবিত্র রাতে প্রায় ১ লাখ ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন আল-আকসা মসজিদে, এমন তথ্য জানায় ইসলামিক ট্রাস্ট, যারা আল-আকসা মসজিদটির দেখভাল করে।
এ বছরও মুসল্লিদের ইসরায়েলি বাহিনীর হেনস্তার মুখে পড়তে হয়েছে। আল-আকসা মসজিদে প্রবেশের আগে একাধিক চেক পয়েন্ট পার করতে হয়েছে, যেখানে মুসল্লিদের তল্লাশির শিকার হতে হয়েছে। নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল, এবং মুসল্লিরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর গেট পার হতে সক্ষম হয়েছেন। পশ্চিম তীরের বাসিন্দা জাকিয়েহ আওয়াদ জানান, চেক পয়েন্টে ভীষণ ভোগান্তি হয়েছিলো। তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে ঢোকার সুযোগ পেয়েছি। অনেক গেট বন্ধ ছিলো। কিন্তু আল-আকসায় প্রবেশের পর যে আনন্দ অনুভব করেছি, তা ভাষায় প্রকাশ করতে পারি না।
প্রিয় মসজিদে প্রবেশের পর, মুসল্লিরা তারাবিহসহ সারারাত ইবাদত-বন্দেগি করেছেন। তারা মহান আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করে বিশেষ দোয়া করেছেন, বিশেষত গাজাবাসীদের মুক্তির জন্য। আল-আকসায় প্রায় ৩ লাখ মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে, তবে এবারও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কড়াকড়ি আরোপ করা হয়েছিলো।
আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এটি শুধু নামাজ আদায়ের স্থানই নয়, বরং ইসলামিক ইতিহাস ও ঐতিহ্যের অঙ্গ হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসল্লিরা এখানে একত্রিত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে নিজেদের পাপের জন্য ক্ষমা চান এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
সবার দেশ/কেএম