হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি কর্মক্ষেত্রে আসুক গতি
সুপারনিউমেরারি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতিরিক্ত; বর্ণিত বা স্বাভাবিক বা আবশ্যিক সংখ্যার অতিরিক্ত। আগস্ট ২০২৪ এর পরে এ শব্দটি আমাদের দেশে ব্যাপক আকারে আলোচিত হচ্ছে। বিগত ২০২০ সালের ১৮, জানুয়ারী শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, উদ্ধৃত্ত কর্মচারী শাখা থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।