রাস্তা এবং ফুটপাত হকারমুক্ত করতে করনীয়
প্রতিটি এলাকায় ফুটপাত, ফুটপাতের পাশে রাস্তা, এমনকি মাঝখানের যে বিভাজক সড়ক দ্বীপ আছে সেখানেও দোকান আর দোকান, তরি তরকারি, ফলমূল, ডিম, শাকসবজি, ভ্যানের সবজিওয়ালা ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই আপনার এলাকার অবস্থাও এমনটিই। সরকার পতনের পর অবস্থা পরিবর্তিত হয়েছে ঠিকই, তবে হকারের পরিমাণ সংখ্যায় বেড়েছে এ আর কি!