শব্দ বিভ্রাট
হঠাৎ ভারী কিছু পড়ার শব্দে আচমকা ঘুম ভেঙ্গে উঠে বসল রুমি। ইস! ঘুমটা কেবল ধরেছিল মাত্র। এত জোরে শব্দ হলে কি ঘুমানো যায়? মনে হলো ট্রাকটা মাথার উপর দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর পর ভো-ভো, হুস-হাস শব্দে মাথাটা ধরে আছে, আজ রাতে আর সহজে ঘুম আসবে না। নাহ, এভাবে আর সম্ভব না। এই বাসাটা খুব তাড়াতাড়ি বদলাতে হবে।