Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ২২ এপ্রিল ২০২৫

সিকদার সাম্রাজ্যে আরও এক ধাক্কা

রন হকের ১০০ একর জমি জব্দের নির্দেশ  

রন হকের ১০০ একর জমি জব্দের নির্দেশ  
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কর্পোরেট জগতে আলোচিত ও বিতর্কিত নাম রন হক সিকদার। দুর্নীতির একের পর এক অভিযানে এবার আরও বড় ধাক্কা খেলো সিকদার পরিবার। ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে রন হকের মালিকানাধীন ১০০ একর জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে জব্দের নির্দেশ  

সোমবার (২১ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ নির্দেশনা দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে জানায়, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রন হক ও তার পরিবার হাজার কোটি টাকার আমানত লোপাট করেছেন, যার তদন্ত চলমান।

দুদকের তথ্য অনুযায়ী:

  • পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরে ১০০ একর জমি বরাদ্দ পায় সিকদারদের পাওয়ারপ্যাক হোল্ডিংস।
  • রাজউক ১০০–১৪২ তলা ‘আইকনিক টাওয়ার’ নির্মাণের অনুমতি দিলেও মাত্র ২৭০ কোটি টাকার একটি কিস্তি দিয়ে জমি দখলে নেন রন হক।
  • প্রকৃত মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা, অথচ বরাদ্দ মূল্য মাত্র ৩ হাজার কোটি।
  • রাজউকের অনুমোদন ছাড়াই সেখানে তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছিলো।
  • ভুয়া তথ্য দিয়ে ১১০ কোটি টাকার ব্যাংক ঋণ নেয়ার অভিযোগও রয়েছে।

সিকদারদের বিদেশে অবস্থান ও অর্থ পাচারের চেষ্টা  

দুদক আদালতকে জানিয়েছে, সিকদার পরিবারের অধিকাংশ সদস্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।  তারা বিদেশ থেকে ৪২টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট হস্তান্তরের চেষ্টা করছেন, যার জন্য আগে থেকেই তা অবরুদ্ধ করা হয়েছে।  

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালতের আরেক আদেশে সিকদার পরিবারের নামে থাকা ১৫টি বিলাসবহুল ভবন ও ফ্লোর জব্দ করা হয়।  

কী বলছে পর্যবেক্ষক মহল?  

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরণের আইকনিক প্রকল্পের আড়ালে বহু বছর ধরে জনগণের অর্থ ও রাষ্ট্রীয় সম্পদের বিস্তৃত দুর্নীতি চালিয়ে এসেছে কিছু প্রভাবশালী পরিবার। সিকদার গ্রুপ তার অন্যতম উদাহরণ।
 
নির্মাণের নামে প্রকল্প, ব্যাংকের নামে লুট, আর প্রভাবশালীদের আশ্রয়ে দুর্নীতির পাহাড়—রন হক সিকদারের সাম্রাজ্যে আইনি আঘাত ক্রমেই বাড়ছে। প্রশ্ন উঠছে, এ জব্দ আদেশ কেবল কাগজে থাকবে, না কি শুরু হবে সিকদার সাম্রাজ্যের প্রকৃত উন্মোচন?

সবার দেশ/কেএম