শিশুটির জ্ঞান ফেরেনি, এজাহারে লোমহর্ষক বর্ণনা
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে শনিবার (৮ মার্চ)। চারদিনেও জ্ঞান ফেরেনি শিশুটির, কৃত্রিম উপায়ে চলছে শ্বাস-প্রশ্বাস। শনিবার শিশুটির মা বাদী হয়ে মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন, যাদের সবাইকে গ্রেফতার করেছে পুলিশ।