জনতার পছন্দের ব্যক্তিই হোক রাষ্ট্রসেবক, অরাজনৈতিক? হু কেয়ার্স?
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এবারের ঈদ যাত্রা অনেকটা নির্বিঘ্ন, আজ এ অবধি প্রত্যেকটি রেলগাড়ি নির্ধারিত সময়ে স্টেশন ত্যাগ করেছে। দেশের উত্তর এবং দক্ষিণ মুখী মহাসড়কে যে সমস্ত যানবাহন চলাচল করছে সেখানেও অনেকটাই ঝামেলা মুক্ত।