ফাতেমাকে ঈর্ষা করি তার লয়্যালটির জন্য
তাসরিক হাসান নামের ফেসবুক আইডি থেকে একজন মঙ্গলবার (৭ জানুয়ারি) লিখেছেন, বেগম জিয়ার পাশে আকাশী প্রিন্টের শাড়ি পরা মহিলাটির নাম ফাতেমা, ফাতেমা বেগম। অতি সাধারণ একজন মহিলা, উনার পরিচয় উনি বেগম জিয়ার গৃহপরিচারিকা। তিনি লিখেন, এ ছবিটা তোলা ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসিতে। এ ছবিতে না, ওই ছড়িয়ে পড়া ভিডিওতে দেখতে পাবেন, বেগম জিয়া যখন ফিরোজার দোরগোড়ায় পুলিশের চাপে ঠিকমতন দাড়াতেও পারছিলেন না, ফাতেমা এক হাত দিয়ে বেগম জিয়াকে শক্ত হাতে ধরে রেখেছিলেন।