পেঁয়াজের রস মেখেও কমছে না চুল পড়া?
চুল পড়া কমাতে, খুশকির সমস্যা দূর করতে পেঁয়াজের রস চুলে লাগাতে বলেন অনেকেই। কিন্তু যদি দিনের পর দিন পেঁয়াজের রস মেখেও লাভ না হয়, তা হলে বাড়িতেই বানিয়ে নিন পেঁয়াজের তেল। দোকানে নানা রকম অনিয়ন অয়েল পাওয়া যায়। কিন্তু বেশির ভাগের মধ্যেই রাসায়নিক মেশানো থাকে। তাই বাড়িতেই বানিয়ে নেয়া ভাল।