শেওলা কাটার মেশিন আবিষ্কার করলেন প্রদীপ
তিনি অন্ধকারে প্রদীপ ঠিকই জ্বেলেছেন। নিজের নামের প্রতিও বিশ্বাস রেখেছেন প্রদীপ বিশ্বাস। পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রি। লেখাপড়ায় সপ্তম শ্রেণির গন্ডি পার হতে পারেননি। নিজস্ব বুদ্ধিমত্তায় শেওলা- কচুরিপনা কাটা মেশিন তৈরি করে দেশজুড়ে হইচই ফেলে দিয়েছেন ইতোমধ্যে।