সৌদিতে রমজানের চাঁদ দেখা গেছে, শনিবার রোজা শুরু
সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। গতকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দেশটি ঘোষণা করেছে, আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রমজান মাসের প্রথম দিন হবে শনিবার। নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানানোর পরে দেশটির চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দিলো। দেশজুড়ে বেশ কিছু স্থান থেকে চাঁদ দেখার তথ্য স্থানীয় আদালতে জানানো হয়েছে।