বায়ু দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা
আজ ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন। এ দিনে ঢাকার বায়ুদূষণের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। শহরটি বিশ্বের বায়ুদূষিত শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এআইকিউএ) স্কোর ২১০ হওয়ায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার স্কোর ২৩৭, এবং তৃতীয় স্থানে ভারতের দিল্লি (২০৪ স্কোর)।