আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ: তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ঢাকার আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত শেষ হয়েছে। রোববার (২৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।