হাসিনার বিচারের আগে নির্বাচন নয়
বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ৩১ ডিসেম্বর শহীদ মিনারে আয়োজিত `মার্চ ফর ইউনিটি` সমাবেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। এর পাশাপাশি, তিনি জানান যে, ২০২৩ সালের জুলাই মাসে আন্দোলনে নিহত ও আহতদের জন্য এখনো ন্যায়বিচার হয়নি এবং তারা সে ব্যাপারে সময়ক্ষেপণ করতে চায় না।