লা লিগাকে ক্লাবগুলোর আইনি হুমকি
বার্সেলোনার দুই ফুটবলার, দানি ওলমো এবং পাউ ভিক্টোরের নিবন্ধন নিয়ে স্পেনের ফুটবল অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। কাতালান ক্লাবটি বারবার নিবন্ধন করতে চাইলেও আর্থিক সমস্যার কারণে সেটি সম্ভব হয়নি, তবে তারা এখনও আশাবাদী যে দুই খেলোয়াড়কে নিবন্ধন করতে পারবে।