রেমিট্যান্সে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ
চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ এক নতুন মাইলফলকের দিকে এগোচ্ছে। মাসের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ২৪৪ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯,৭৬৮ কোটি টাকা। প্রতিদিন গড়ে ১১ কোটি ডলার (প্রায় ১,৩৫৩ কোটি টাকা) রেমিট্যান্স প্রবাহিত হচ্ছে, যা মাস শেষে তিন বিলিয়ন ডলার ছুঁতে পারে। এ প্রবণতা অব্যাহত থাকলে মার্চ মাসে রেমিট্যান্স আয়ের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।