পাপন পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এবং তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে তাদের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে, যেখানে মোট ৩৩ কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা রয়েছে।