চলতি সপ্তাহেই পদত্যাগ জাস্টিন ট্রুডোর?
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চলতি সপ্তাহে তার পদত্যাগ ঘোষণা করতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। দেশটির লিবারেল পার্টির মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের কারণে ট্রুডোর বিরুদ্ধে চাপ বৃদ্ধি পেয়েছে। "দ্য গ্লোব অ্যান্ড মেইল"-এ প্রকাশিত খবর অনুযায়ী, বুধবারের জাতীয় লিবারেল পার্টির বৈঠকের আগে তিনি পদত্যাগ করতে পারেন। কিছু সূত্রের ধারণা, সোমবারের (৬ জানুয়ারি) মধ্যে এ সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।