তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী
ঢাকা শহরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, যা বর্তমানে রাজধানীর বাসিন্দাদের জন্য এক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক এলাকাতেই দিনের বেশির ভাগ সময় গ্যাসের সরবরাহ নেই। বিকেল বা সন্ধ্যার দিকে তা কিছুটা পাওয়া যাচ্ছে। ফলে বাসিন্দারা বাধ্য হয়ে দিনের খাবার রাতের জন্য রান্না করে রাখছেন। কিছু মানুষ লাইনের গ্যাস না পেয়ে সিলিন্ডার কিনে ব্যবহার করছেন, আবার কেউ মাটির চুলায় রান্না করছেন।