ইসির এজেন্ডা ১৮ কোটি জনগণ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘র্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি। ইতিহাস সাক্ষ্য দেয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিজয়ী হওয়া যায়, তবে আখেরে কেউ টিকতে পারে না। দেশ ও জাতির কাছে একসময় তারা ঠিকই প্রত্যাখ্যাত হয়। তাই আমরা বলব, কেউ-ই এ ধরনের অপচেষ্টা করবেন না।