ভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) প্রধান লক্ষ্য। তিনি ৫ জানুয়ারি, রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি বলেন, ভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই এবং আমরা তা বাস্তবায়ন করতে চাই।