সবজিতে দর নরম, মুরগি-চালে গরম
শীতকালীন সবজির দাম কিছুটা কমে আসলেও চাল, মুরগি এবং সয়াবিন তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি যেমন বেগুন, করলা, পটোল, গাজর, শিম, আলু এবং শালগমের দাম তুলনামূলকভাবে কমেছে। তবে চালের বাজারে গত দুই সপ্তাহে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে।