‘আপনাদের আম্মু আর ফিরে আসবে না’
‘আপনাদের আম্মু আর দেশে ফিরে আসবে না, আপনারা রিয়েলিটি মাইনে নেন’, সচিবালয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এমন কঠোর মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এখনও অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারেননি। সেজন্য পুলিশ, বিচার বিভাগ ও সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।