ঢাকার হ্যাটট্রিক হার
গ্যালারিতে `ঢাকা, ঢাকা` চিৎকারের মধ্যে ঢাকা ক্যাপিটালসের জন্য জয় আশা প্রায় ফুরিয়ে গিয়েছিল। তবে একমাত্র ব্যাট হাতে লড়াই করে যান অধিনায়ক থিসারা পেরেরা, যিনি তার সেঞ্চুরি তুলে নিয়ে সমর্থকদের আশা ধরে রাখেন। তবে তার সেঞ্চুরির পরও ম্যাচের ফল পাল্টায়নি।