অতীতের শাসকরা দেশ না বদলিয়ে নিজেদের বদলিয়েছেন
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর কেউ যদি বলেন এ দেশে কোনো উন্নয়ন হয়নি, আমি তাদের সঙ্গে একমত নই। তবে উন্নয়নের যেটুকু সম্ভাবনা ছিলো, অতীতে দেশ যারা পরিচালনা করেছেন তারা এ সম্ভাবনাটাকে কাজে লাগায়নি। দেশকে বদলানোর পরিবর্তে নিজেকে বদলিয়েছেন।