বন্ধ খুলনা প্রিন্টিংয়ের শেয়ারের দাম বেড়ে এক মাসে তিন গুণ
শেয়ারবাজারে এক মাসেই বন্ধ কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের দাম বেড়ে প্রায় তিন গুণ হয়ে গেছে। এর মধ্যে দুই সপ্তাহ ধরে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। গত সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৪ টাকা বা ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকায়।