টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী ব্যবসায়ী
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনের কিংস ক্রস এলাকায় বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, এ ফ্ল্যাটটি তাকে আবাসন ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আবদুল মোতালিফ। ২০০৪ সালে উপহার হিসেবে দেয়া ওই ফ্ল্যাটের কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে। ১ লাখ ৯৫ হাজার পাউন্ডে (প্রায় ২.৫ কোটি টাকা) কেনা এর মূল্য বর্তমানে আরও বেশি।