মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে বরিশালের জয়
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। রাজশাহী ১৯৮ রানের টার্গেট দিয়ে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৯৭ রান সংগ্রহ করে। এনামুল হক বিজয় এবং ইয়াসির রাব্বি দুর্দান্ত ব্যাটিং করেন, বিজয় ৫১ বলে ৬৫ রান এবং ইয়াসির ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন।