মেঘনায় গণঅধিকার পরিষদের ব্যানার ছেঁড়ায় নিন্দা
কুমিল্লার মেঘনা উপজেলায় গণঅধিকার পরিষদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমান বলেন, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। যারা এ অপকর্ম করেছে, তারা কেবল সংগঠনের বিরুদ্ধেই নয়, বরং গণতন্ত্রের চেতনার বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে।