গুজবের রাত, দিনে বরবাদ
‘গুজবের রাত’-এটি দৈনিক মানবজমিনের সংবাদ শিরোনাম। খবরে বলা হয়, এ যন্ত্রের বয়স কতো? নিশ্চিত করে বলা দুষ্কর। ধারণা করা যায়, প্রায় মানব সভ্যতার বয়সী। গুজব উৎপাদন যন্ত্রটি বাংলাদেশেও সক্রিয়। সে স্বাধীনতার আগ থেকেই। তবে গেল সাত মাসের মতো সম্ভবত কখনোই নয়। দিনের বেলা এ যন্ত্র কিছুটা বিরাম নেয়। রাত হলেই সচল হয় পুরো মাত্রায়। বিশেষত ফেসবুকে। একের পর এক ছড়াতে থাকে গুজব। কেউ বিশ্বাস করেন, কেউ করেন না। বহু মানুষের মধ্যে তৈরি হয় অস্থিরতা।