পাকিস্তানকে উড়িয়ে সেমিতে ভারত
খুশদিল শাহর বলটা হঠাৎ নিচু হয়ে গেলো, বিরাট কোহলি সুইপ করতে চাইলেন, বলটা তার প্যাডে লাগতেই জোরালো আবেদন উঠলো। আম্পায়ার নাকচ করলেও রিভিউটা নিয়ে নিলেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। কয়েক ওভারের এদিক ওদিকে শ্রেয়াস আইয়ার আর হার্দিক পান্ডিয়া বিদায় নিয়েছিলেন। কোহলিও যদি সে রিভিউতে সাজঘরের পথ ধরে ফেলতেন, ম্যাচে যে কোনো কিছুই হতে পারতো।